এশিয়ান কাপে এবার সামনে উজবেকিস্তান। কিন্তু মাঠের নামার আগেই চোটের তালিকা দীর্ঘ হল ভারতীয় শিবিরে। অনুশীলনের সময় চোট পেয়ে মাঠ ছাড়লেন ডিফেন্ডার আকাশ মিশ্র। যা আর ভারতের কোচ ইগর স্তিমাচের অস্বস্তিতে আরও বাড়াল।
বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত। সম্ভবত সেই ম্যাচে আকাশকে পাওয়া যাবে না। ফলে নতুন করে রক্ষণ সাজাতে হবে স্তিমাচকে। টুর্নামেন্টে থাকলে হলে এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভারতের কাছে। উজবেকিস্তানের বিরুদ্ধে জিতলে বা ড্র করলে একটা আশা থাকবে।
প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে খেলতে পারেননি সাহাল। বৃহস্পতিবারও তিনি অনিশ্চিত। ফলে, সুনীলদের এশিয়ান কাপের যাত্রায় কাঁটা এখন চোটই।