সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবুও মঙ্গলবার সাফ ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। বেঙ্গালুরুর ক্রান্তিরাভা স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্লু টাইগার্স। তবে এই ম্যাচে অধিনায়ক সুনীল ছেত্রীকে প্রথম একাদশে দেখা যাবে কীনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একইসঙ্গে নজর থাকবে গ্রুপে শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে নামতে পারবে কীনা, সেই দিকেও।
গত কয়েকটি টুর্নামেন্ট থেকেই গোল না খাওয়া কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারতীয় ফুটবল দল। সাফ ফুটবলে এখনও পর্যন্ত দুটি ম্যাচে তারা ছটি গোল করছে। এরমধ্যে পাকিস্তানকে হারিয়েছে চার-শূন্য গোলে। ফর্মে রয়েছেন অধিনায়ক নিজে। মাঝমাঠে স্তিমাচের শক্তিশালী অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসোর মতো তরুণরা। কুয়েতের বিরুদ্ধে কোনও পরিবর্তনের রাস্তায় ভারতীয় দল হাঁটবে কীনা, সেই নজরও থাকবে ক্রান্তিরাভায়।
উল্টোদিকে কুয়েতও এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত। তাই তারাও চাইবে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যেতে। সেক্ষেত্রে কুয়েতিদের রুখতে ভারতীয় দলের কৌশল কী হবে, সেই উত্তরও মিলবে মঙ্গলবারের বেঙ্গালুরুতে।