বুধবার থেকে শুরু হচ্ছে সাফ কাপের লড়াই। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন সুনীল ছেত্রীরা। ক্রিকেটে বারবার এই দ্বৈরথ দেখা গেলেও ফুটবলে দেখা যায় না। সাফ কাপে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি দুই দল।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা শুরু হবে সাফ কাপের ম্যাচ। ডিডি স্পোর্টসে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। লাইভ স্ট্রিমিং দেখতে হলে ফ্যানকোড অ্যাপ ইনস্টল করতে হবে। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৯৮ নম্বরে উঠে এসেছে ভারত। পাকিস্তান ১৯৫তম স্থানে রয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে ৮বার চ্যাম্পিয়ন হয়েছে। গত কয়েকবছর পাকিস্তান দারুণ ফুটবল খেলেছে। এই বছরে পাকিস্তান চারটি ম্যাচ খেলে চারটিতেই হেরে গিয়েছে।
তবু এই ম্যাচ সব সময়ই আলাদা। ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। অধিনায়ক সুনীল ছেত্রী জানান, ম্যাচের আগে বা পরে দুই দলের ফুটবলারই বন্ধুর মতো মেশে। কিন্তু ম্যাচ শুরুর বাঁশি বাজার পরেই সবটাই বদলে যায়।