মীরপুরে প্রথম ওয়ানডে-তে হার। একই মাঠে বুধবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাতে চায় রোহিত ব্রিগেড।
প্রথম ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটসম্য়ানরা। রান পেয়েছেন কে এল রাহুল। এই ম্যাচে রোহিত, বিরাট, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, চার ব্যাটসম্য়ানই বড় রানের লক্ষ্যে। এদিকে গত ম্যাচে শেষ উইকেটে ৫১ রানের পার্টনারশিপ করে ম্যাচ বাঁচিয়েছে বাংলাদেশ। যার ফলে ভারতের বোলিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এই ম্যাচে জিততে গেলে, অনেক বেশি দায়িত্ব নিতে হবে গোটা টিমকে।
বাংলাদেশের মাটিতে ভারতের রেকর্ড বরাবর ভাল। ২৩টি ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচে টিম। কিন্তু গত ম্যাচে ভারতকে হারিয়ে অ্যাডভান্টেজে লিটন দাসরা। এই ম্যাচেও ভারতের বোলিং বিভাগ একই থাকবে। মাঝখানের দিকে স্পিনারদের আরও বেশি দায়িত্ব নিতে হবে। বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।