দু ম্যাচে হজম পাঁচ গোল। এই পরিস্থিতি আজ, কাতারের মাঠে এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ সিরিয়া। যার একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে। তাদের ঝুলিতে রয়েছে এক পয়েন্ট। অঙ্ক বলছে, এখান থেকেও পরের রাউন্ডে যেতে পারে ভারত।
কী ভাবে তা সম্ভব ? অঙ্ক পরিষ্কার। সিরিয়াকে শুধু হারালেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে ভারতকে। কঠিন তবে শক্ত নয় বলেই মনে করছেন প্রাক্তনরা। কারণ, গত বছর পর পর দুটি টুর্নামেন্টে সিরিয়ার বিরুদ্ধে জিতেছে ভারত। কিন্তু সেই সিরিয়া আর এই সিরিয়ার মধ্যে ফারাক রয়েছে।
তবুও একটা শেষ চেষ্টা করতে হবে সুনীল ছেত্রীদের। তিনি গোল পাচ্ছেন না। এটাই সমস্যা হচ্ছে ভারতীয় দলের কাছে। ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন অধিনায়ক। তবে আশা করছেন এই ম্যাচে তাঁর গোল খরা কাটবে। ছটি গ্রুপ থেকে দুটি করে সেরা দল নকআউটে যাবে। ভারতের কাছে সুযোগ সেরা তিন নম্বর হয়ে পরের রাউন্ডে যাওয়ার।