বৃহস্পতিবার এশিয়ান গেমসে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। নকআউটে ভারতের প্রতিপক্ষ সেই দেশ, যারা কাতার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল।
সেই সৌদি আরবের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবেন সুনীল ছেত্রীরা। মায়ানমারের সঙ্গে ড্রয়ের পর ভারতীয় কোচ ইগর স্তিমাচের দাবি, চিনের মাঠে চমক দেবেন তাঁর ফুটবলাররা।
চিনের কাছে পাঁচ-এক গোলে হার। বাংলাদেশের বিরুদ্ধে ১-০ গোলে জয়। আর গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে ১-১ গোলে ড্র। লিগ পর্যায়ে চিনের মাটিতে এটাই পারফরম্যান্স গ্রাফ সুনীল ছেত্রীদের।
আরও পড়ুন : এশিয়ান গেমস ফুটবলে ইতিহাস সুনীলদের, ১৩ বছর পর নকআউটে ভারত
চিনের সঙ্গেই পরের পর্বে গিয়েছে ভারত। চার পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে রানার্স হয়েছেন রাহুল কেপিরা। ম্যাচ জয়ের পর ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন, প্রাথমিক স্বপ্ন সফল হয়েছে। এবার তাঁরা ধাপে ধাপে ভাববেন।
২০১০ সালে শেষবার এশিয়ান গেমস ফুটবলের নকআউটে উঠেছিল ভারত। কাতার, কুয়েতের মতো দেশের সঙ্গেই পরের রাউন্ডে গিয়েছিল ভারত। কিন্তু জাপানের কাছে পাঁচ-শূন্য গোলে ১৩ বছর আগে বিদায় হয়েছিল ভারতের। এবার সেই ভুল করতে চায় না সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানি।