এশিয়ান গেমসের আসরে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর দায়বদ্ধতায় মুগ্ধ ভারতীয় কোচ ইগর স্তিমাচ। পরিসংখ্যান বলছে চিনের মাটিতে ২৭০ মিনিট মাঠে ছিলেন সুনীল। কোচের দাবি, একবারের জন্যও নিজেকে মাঠ থেকে সরিয়ে নেননি সুনীল। বরং গোটা দলকে সারাক্ষণ লড়াই করার জন্য তাতিয়ে গিয়েছেন।
বৃহস্পতিবার নকআউটে প্রতিপক্ষ সৌদি আরব। ভারতীয় কোচের হুঙ্কার, যত বড়ই প্রতিপক্ষ হোক, এই ম্যাচে এক ইঞ্চিও জমি ছাড়বে না ভারতীয় দল।
আরও পড়ুন : নক-আউটে প্রতিপক্ষ সৌদি আরব, ২৮ তারিখ এশিয়ান গেমসে ভারতের বড় ম্যাচ
স্তিমাচের উপলব্ধি এই এশিয়ান গেমসে এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা আগামী দিনে ভারতীয় দলের সম্পদ। যার মধ্যে রয়েছেন ব্রাইস মিরান্ডা, রাহুল কেপির মতো খেলোয়াড়রা।
মাঝমাঠে অমরজিৎ কিয়ানের সঙ্গে সুনীল ছেত্রীর তালমেল সৌদি ম্যাচে আরও বাড়াতে চান ভারতীয় কোচ। আরও সক্রিয় করতে চান তাঁর দলের দুই উইংকে। মোটের উপর সৌদি বিরুদ্ধে ভারতের কৌশল বেশ স্পষ্ট। গোল খেয়ে ডিফেন্স নয়, বরং পাল্টা আঘাত আনবে ব্ল টাইগার্স।