এশিয়ান গেমস ফুটবলে আজ ভারতের সবচেয়ে বড় ম্যাচ। ভারতীয় সময় বিকেল পাঁচটায় কোয়ার্টার ফাইনালে সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ সৌদি আরব। ম্যাচের আগে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন, এই ম্যাচের জন্য প্রস্তুত তাঁর দল। সুনীলের দাবি, গ্রুপের ম্যাচকে অতীত করে এই ম্যাচে নামবে টিম ব্লু টাইগার্স।
আরও পড়ুন : সুনীলের দায়বদ্ধতা সৌদি ম্যাচে রসদ ভারতীয় কোচ ইগর স্তিমাচের
কাতার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি আরব। এশিয়ার অন্যতম ফুটবল শক্তি ফিফার তালিকায় রয়েছে ৫৭ নম্বরে। উল্টোদিকে ভারতের নম্বর ১০২। ১৯৮২ সালে এশিয়ান গেমসে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও সৌদি আরব। দিল্লির ওই ম্যাচে ১-০ গোলে হেরেছিল ভারত।
এরপর ২০০৬ সালে এশিয়া কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে দু দেশের ম্যাচে ব্যবধান অনেকটাই বেড়ে যায়। প্রথম লেগে ভারত হারে ৩-০ গোলে। এবং ফিরতি লেগে সৌদি আরব জেতে ৭-১ গোলে। ১৭ বছর পর এশিয়ান গেমসের মঞ্চে আজ ফের মুখোমুখি হবে দু দেশ। তার আগে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়ে দিলেন, তাঁর দল তৈরি।