আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন সুনীল ছেত্রী। তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মড্রিচ। এবার তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করলেন সুনীল।
কী বলেছেন সুনীল ছেত্রী?
লুকা মড্রিচের উদ্দেশে সুনীল ছেত্রী বলেছেন, "প্রথমেই আমি বিগত ১৯-২০ বছরের জন্য ধন্যবাদ জানাই। টোট্টেনহামের দিনগুলির সময় থেকেই আমি তাঁর ভক্ত আছি।" তিনি আরও জানিয়েছেন, মড্রিচ শুধু একজন ভালো খেলোয়াড় নয়, তিনি খুব ভাল মানুষ।
সুনীল ছেত্রী-র শেষ ম্যাচ খেলার আগেই চ্যাম্পিয়ন্স লিগ জমিতেছেন ক্রোয়েশিয়ান ফুটবলার মড্রিচ। ৩৯ বছর বয়সী মড্রিচ এখনও তাঁর পায়ের জাদু দেখতে উদগ্রীব হয়ে থাকেন ভক্তরা। ইগর স্টিমাচের দেশের এই কিংবদন্তী ফুটবলার ভিডিয়োবার্তায় শুভেচ্ছা জানিয়েছিলেন সুনীল ছেত্রীকে। নিজের এক্স হ্যান্ডেলে সেই বার্তা পোস্ট করেছিলেন ভারতীয় ফুটবল দলের বর্তমান কোচ ইগর স্টিমাচ।
সুনীল ছেত্রী মড্রিচকে নিয়ে আরও বলেন, " ক্রোয়েশিয়া টিমের জন্য মড্রিচ যা করেছেন তা অনবদ্য। আমি আশাকরি Euro 2024- খুব ভালো উপভোগ করবেন। তাঁর কোনও চোটের সমস্যা থাকবে না বলে আশাকরি।"