সাফ ফুটবলের সেমিফাইনালে ভারত। শনিবার বেঙ্গালুরুর ক্রান্তিরাভা স্টেডিয়ামে নেপালকে দুই-শূন্য গোলে হারিয়ে শেষ চারে চলে গেল ব্লু টাইগার্স। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬১ মিনিটে প্রথম গোল অধিনায়ক সুনীল ছেত্রীর। ৭০ মিনিটে দ্বিতীয় গোল নওরম মহেশ সিংয়ের। এই ম্যাচে একাধিক পরিবর্তন করে মাঠে নামে ভারত।
পাকিস্তানকে চার গোলে হারিয়ে নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। কিন্তু একটা সময় মনে হচ্ছি, এই বুঝি আটকে গেল। ঠিক সেই সময় ত্রাতা হয়ে এলেন সুনীল। তাঁর গোলে নেপালের যাবতীয় প্রতিরোধ ভেঙে গেল। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ল ভারত। সেই সঙ্গে সাফ কাপের সেমিফাইনালে জায়গা করে নিলেন সুনীলরা।
৩১ মিনিটের মাথায় বক্সের বাঁ দিকে ফ্রি কিক পায় ভারত। বাইরে মারেন সুনীল। ৪১ মিনিটে উদান্তা সিংয়ের ক্রস থেকে আর একটি সুযোগ পায় ভারত। কিন্তু সাহাল আবার বাইরে মারেন।