প্রায় ৫ বছর পর সাফ কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। বেঙ্গালুরুতে আগামী ২১ জুন থেকে সাফ কাপ শুরু হবে। চলবে ৪ জুলাই পর্যন্ত। সাফ কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই দল।
সাফ কাপের গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তান ছাড়াও আছে কুয়েত, নেপাল। গ্রুপ বি-তে আছে লেবানন, মালদীপ, বাংলাদেশ ও ভুটান। রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। কান্তাভিরা স্টেডিয়ামে সাফ কাপ আয়োজন করেছে এআইএফএফ।
এবার সাফ কাপে লেবানন ও কুয়েত এশিয়ার বাইরের দুই দেশ। এই টুর্নামেন্টে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে লেবানন। ফিফা ব়্যাঙ্কিং তাঁদের ৯৯। পাকিস্তানের ব়্যাঙ্কিং সবথেকে নিচে, ১৯৫। ১০১ স্থানে আছে ভারত।