অঙ্ক জটিল, কিন্তু কঠিন নয়। সেই অঙ্কের সমাধান করতে মঙ্গলবার ফের সল্টলেক (Salt Lake) স্টেডিয়ামে মাঠে নামছে এটিকে-মোহনবাগান (Atk-Mohun Bagan)। এএফসি কাপের (Afc Cup 2022) গ্রুপের শেষ ম্যাচে সবুজ-মেরুনের (Green & Maroon) প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব মেজিয়া (Mezia)। যারা শেষ ম্যাচে কেরলের গোকুলামকে (Gokulam) হারিয়ে সবাইকে চমকে দিয়েছে। ফলে বাংলাদেশের বসুন্ধরার (Basundhara Kings) বিরুদ্ধে ম্যাচ জিতলেও নকআউটে ওঠার পথ খানিকটা কঠিন মোহনবাগানের কাছে।
গোল পার্থক্যে গ্রুপ টেবলে সবার উপরে রয় কৃষ্ণরা। বসুন্ধরা. গোকুলাম ও মেজিয়ার সঙ্গে এটিকে- মোহনবাগানের পয়েন্টও তিন। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাত সাড়ে আটটায় ম্যাচ খেলতে নামছেন ডেভিড উইলিয়ামসরা। তার আগেই অবশ্য মাঠে নামবে বসুন্ধরা ও গোকুলাম। নক আউটে উঠতে হলে ওই ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে মনভীর সিংদের। যদি ওই ম্যাচ ড্র হয়, তাহলে মেজিয়াকে হারালেই নক-আউটে উঠবে সবুজ-মেরুন।
তবে এত অঙ্ক নিয়ে মাথা ঘামাতে চান না সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান ফেরেন্দো। বরং গত ম্যাচের রেশ ধরেই মঙ্গলবার মাঠে নামতে চান তিনি। কঠিন পরিস্থিতি থেকে শনিবার ম্যাচ জিতেছে এটিকে-মোহনবাগান। লিস্টন ঝড়ে কেঁপে গিয়েছে বাংলাদেশের বসুন্ধনা। সেই ঝড়ই মঙ্গলবার ফের তুলতে চায় সবুজ-মেরুন।