ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবে ভারত। ইতিমধ্যেই ২৬ জন ফুটবলার নিয়ে দল ঘোষণা করেছিলেন কোচ ইগর স্তিমাচ। এবার আরও ১৫ জনের দল ঘোষণা করলেন কোচ। ফলে মোট ৪১ জনের দল ঘোষণা করা হল। যার মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসিরই বেশি খেলোয়াড় রয়েছে।
দল ঘোষণার প্রথম পর্বে আইএসএল লিগ-শিল্ড ফাইনালের দুই দল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসির কোনও খেলোয়াড়কে রাখা হয়নি। দ্বিতীয় পর্বে এই দুই দলের মোট ১৫ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন কোচ। এর মধ্যে ৮ জন্যই মোহনবাগানের খেলোয়াড়। আর সাতজন মুম্বই সিটি এফসির।
আরও পড়ুন - প্রয়াত আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ, তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব
নতুন এই দলকে নিয়ে ভুবনেশ্বরে আগামী ১০ মে থেকে শিবির শুরু হবে। চার সপ্তাহ চলবে এই শিবির। তারপর আগামী ৬ জুন কলকাতায় কুয়েত এবং ১১ জুন দোহায় কাতারের বিরুদ্ধে খেলবে ভারতীয় ফুটবল টিম।
দ্বিতীয় পর্বে দলে কারা আছেন?
গোলরক্ষক হিসেবে নাম রয়েছে বিশাল কাইথ, ফুর্বা লাচেনপা। ডিফেন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহতাব সিংহ, রাহুল ভেকে এবং শুভাশিস বসুকে। মিডফিল্ডার রয়েছেন অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লালেনমাওয়াইয়া রালতে, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ। ফরোয়ার্ডে মনবীর সিংহ, বিক্রম প্রতাপ সিংহ।