নভেম্বর ও ডিসেম্বরে ভারতীয় ফুটবলারদের ক্লাব থেকে ছেড়ে দেওয়ার আবেদন করলেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ। ভারতীয় ফুটবল টিম বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ও AFC এশিয়ান কাপে খেলবে। প্রস্তুতির জন্য সুনীল ছেত্রীদের নিয়ে শিবির করা হবে। টুইট করে আইএসএল ক্লাবগুলির কাছে আবেদন করলেন স্টিমাচ।
ক্রোয়েশিয়ান কোচ স্টিমাচ মনে করেন, বড় টুর্নামেন্টের আগে অনেক বেশি প্রস্তুতি করতে হবে টিমকে। টুইট করে তিনি লেখেন, নভেম্বর ও ডিসেম্বরে ক্যাম্প প্রয়োজন। বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি দরকার। প্রস্তুতি কম হলে জয়ের আশা কমে যাবে। পাশাপাশি দুই টুর্নামেন্টে সাফল্যের জন্য নিশ্চয়তাও দেন স্টিমাচ।
২২ সেপ্টেম্বর থেকে এবার আইএসএল শুরু হবে। মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। টুর্নামেন্টের মাঝপথে শিবির করতে চান স্টিমাচ। তার আগে ক্লাবগুলির কাছে আবেদন করলেন জাতীয় দলের কোচ।