৬ জুন যুবভারতী স্টেডিয়ামে বিদায়ী ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। শেষ বার জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন ভারত অধিনায়ক। সুনীলের সঙ্গে যুবভারতীর অন্য সম্পর্ক। এই স্টেডিয়ামে জাতীয় দল ও ক্লাব ফুটবলে অনেক ম্যাচ খেলেছেন। সুনীলের বিদায় সংবর্ধনার একগুচ্ছ পরিকল্পনা করেছে IFA।
শুধু পেশাদার জীবন নয়, ব্যক্তিগত জীবনেও কলকাতার সঙ্গে সম্পর্ক সুনীলের। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা সোনম সুনীলের স্ত্রী। তাই তিনি শহরের জামাই। তাঁর অবসর ম্যাচ ফুটবলের মক্কায়। তাই তাঁকে নিয়ে উন্মাদনা অনেকটাই। IFA জানিয়েছে, এই ম্যাচে গ্যালারিতে সুনীলের মুখোশ থাকবে। ৬০ হাজার সুনীলের মুখোশ রাখার পরিকল্পনা করা হয়েছে। ম্যাচের শেষে সুনীলকে সংবর্ধনা দেওয়ার ভাবনাও রয়েছে কর্তাদের।