সমর্থকদের সঙ্গে ছবি তোলা, মজার খেলা, বাচ্চাদের নিয়ে সময় কাটানো। একেবারে হালকা মেজাজে ব্রাজিল শিবির। টিমের তারকাদের ট্রেনিং সেশনে (Brazil Training Session) দেখা গেল, খুবই চনমনে মেজাজে।
দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে এবার ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। গত ম্যাচে ভাল পারফরম্যান্সে টিম আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বুধবার ট্রেনিং সেশনে নেইমার, রিচার্লিসনরা সমর্থকদের সঙ্গে ছবি তুললেন। কোচ তিতে বেশ কিছু বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন। অনুশীলনে হাজির ছিলেন ফুটবলারদের পরিবারও।
আরও পড়ুন: এক দেশে জন্ম, অন্য দেশের জার্সিতে বিশ্বকাপ, কাতারে এই রেকর্ড অনেক ফুটবলারের
প্রথম ম্যাচে চোট পাওয়ার পর গ্রুপ পর্বে অনিশ্চিত হয়ে পড়েছিলেন নেইমার ও ড্যানিলো। প্রি-কোয়ার্টার ফাইনালে দুজনেই মাঠে ফিরেছেন। দল বড় জয়ও পেয়েছে। ক্রোয়েশিয়া এবার বিশ্বকাপে বেশ ভালো ফর্মে আছে। এই একটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল। তাই দলকে হালকা মেজাজে অনুশীলন করালেন কোচ তিতে। শুক্রবার সন্ধ্যে সাড়ে ৮টয় নামছে ব্রাজিল।