বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা দুনিয়া। গ্রুপ লিগেই জমে উঠেছে লড়াই। কোনও টিম হারছে। আবার কোনও টিম ধাক্কা সামলাতে পারছে না। কাতারে জড়ো হয়েছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। চলছে ফুটবলের উৎসব। কিন্তু এত ম্যাচ, সব সময় মনে রাখা সম্ভব হয় না। গুগলের দুনিয়ায় এক ক্লিকেই বেরিয়ে যায় ম্যাচের টাইমিং। দেখে নিন বিশ্বকাপে রবিবার কার কার ম্যাচ। কোথায় দেখা যাবে খেলা।
১. জাপান ও কোস্টারিকা।
আহমেদ বিন আলি স্টেডিয়াম
ভারতীয় সময় সাড়ে ৩টে
২. বেলজিয়াম ও মরোক্কো
আল থুমামা স্টেডিয়াম
ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টা
৩.ক্রোয়েশিয়া ও কানাডা
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
ভারতীয় সময় সন্ধে সাড়ে ৯টা
৪.স্পেন ও জার্মানি
আল বায়েত স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
ভারতে খেলা দেখা যাবে:
স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি
এমটিভি এইচডি
লাইভ স্ট্রিমিং
জিও সিনেমা
এছাড়া টাটা প্লে অ্যাপ ও ভোডাফোনের ভি-ওয়ান অ্যাপে ম্যাচ দেখা যাবে