মেসি (Lionel Messi) মুগ্ধতায় বিভোর। কলকাতায় (Kolkata) বসেই কাতারে ডুব। তাঁর জীবনের সেরা অভিজ্ঞতা, বলছেন সবুজ-মেরুনের বিশ্বকাপার (Worldcuper) জেসন কামিন্স (Jeson Cummings)। গতবছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কামিন্স। যা ভাইরাল (Viral) হয়েছিল। মঙ্গলবার কলকাতা তিনি জানান, ওই সময়টা তাঁর জীবনের সেরা মুর্হূত। কলকাতায় এসে বাংলার ফুটবলের আঁচ পেয়েছেন এই সকারুজ। মুগ্ধ হয়েছেন বিমানবন্দরে মোহনবাগান (Mohun Bagan Super Giant) সমর্থকদের দেখে।
এ লিগ থেকে এবার আইএসএল। ভারতীয় ফুটবল এবং মোহনবাগান সুপার জায়েন্ট সম্পর্কে খোঁজ নিয়ে দেশ ছেড়েছেন সাতাশ বছরের এই অজি ফুটবলার। তাই ডার্বি সম্পর্কে খোঁজ খবর নিয়েই কলকাতায় এসেছেন স্কটল্যান্ডে অভিষেক করা এই ফুটবলার। অস্ট্রেলিয়ার জাতীয় দলে মাত্র তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকারের।
আরও পড়ুন : সাজানো চিরাচরিত সবুজ-মেরুনে, সামনে এল মোহনবাগান সুপার জায়েন্টের নতুন জার্সি
প্রথমবার সবুজ-মেরুনে খেলবেন অনিরুদ্ধ থাপ্পা। সদ্য শেষ হওয়া দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট দেশের জার্সিতে সবার নজরে পড়ছেন এই মিডফিল্ডার। যাঁর আলদা করে প্রশংসা করেছেন স্বয়ং ভারত অধিনায়ক সুনীল ছেত্রীও। সেই অনিরুদ্ধও তৈরি বাংলার ফুটবলের ঘ্রাণ নেওয়ার জন্য।