ছয় বছর আগের ইউরো কাপ। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চমক দিয়েছিল গ্যারেথ বেলের ওয়েলস। মঙ্গলবার কাতারে কী সেই চমক আবার ফিরবে ? কারণ, একটি ম্য়াচ ড্র করে আর একটি ম্য়াচ হেরে, এই বিশ্বকাপে ভীষণ ভাবেই বিপাকে ওয়েলস। দু ম্য়াচে তাদের ঝুলিতে রয়েছে মাত্র এক পয়েন্ট। এই পরিস্থিতিতে তাদের প্রতিপক্ষ ইংল্য়ান্ড। যারা প্রথম ম্য়াচে ইরানকে হাফ ডজন গোল দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে।
গতম্য়াচে আমেরিকার কাছে আটকে গিয়েছে ইংল্যান্ড। তা নিয়ে চিন্তিত নন ইংরেজ কোচ গ্য়ারেথ সাউথগেট। কারণ, তাঁর পকেটে এখন চার পয়েন্ট আছে। যা নক-আউটের রসদ। এই ম্য়াচে ওয়েলসের বিরুদ্ধে তিন পয়েন্টই লক্ষ্য তাঁদের। কিন্তু সমস্য়া হল ইংরেজ অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে। তিনি মাঠের ভিতরের থেকে মাঠের বাইরে বেশি খবরে রয়েছেন। তাঁর পায়ে এখনও পর্যন্ত কোনও গোল নেই। আমেরিকা ম্য়াচেও তিনি ব্যর্থ। তবে স্বস্তি দলের বাকিদের ফর্ম নিয়ে।
উলটোদিকে একই অবস্থা গ্য়ারেথ বেলের। পাশে লোক নেই, তা স্পষ্ট। তবুও প্রথম ম্য়াচে আমেরিকার বিরুদ্ধে গোল করে হার বাঁচিয়েছিলেন। তারপর ইরান ম্য়াচে ফ্য়াকাসে। এই ম্য়াচে ইংল্যান্ডকে হারাতে পারলে চার পয়েন্ট পাবে ওয়েলস। শেষ ষোলোয় যাওয়া হবে কীনা, তার জন্য চোখ রাখতে হবে ইরান-আমেরিকা ম্য়াচের দিকে।