মোহনবাগানে যোগ দিলেন ধীরজ সিং। ভারতের জার্সিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন ধীরজ। বিশাল কাইথের ডেপুটি হিসেবে তাঁকে এক বছরের চুক্তিতে দলে আনল মোহনবাগান সুপার জায়ান্ট।
মণিপুরের ছেলে ধীরজ। আইএসএলে গত তিন বছর এফ সি গোয়াতে খেলেছেন তিনি। মণিপুরের এই ফুটবলার আইএসএলে এখনও পর্যন্ত ৫৩টি ম্যাচ খেলেছেন। ফেডারেশনের এলিট অ্যাকাডেমির ছাত্র ধীরজ সিং। ইন্ডিয়ান অ্যারোজ, কেরল ব্লাস্টার্স ও এফসি গোয়া-তে খেলেছেন তিনি।
এটিকে মোহনবাগানেও খেলেছেন ধীরজ সিং। তাঁকে এক বছরের চুক্তিতে সই করানোয় দলের শক্তি অনেকটাই বাড়ল সবুজ-মেরুনের। ২৯ জুলাই, মোহনবাগান দিবসে ক্লাব তাঁবুতে অনুশীলন করবে টিম। সেদিনই টিমের সঙ্গে যোগ দেবেন ধীরজ সিং। ওই দিন থেকেই প্রাক প্রস্তুতি শুরু হবে মোহনবাগানের। নতুন কোচ হোসে মোলিনার সঙ্গে প্রথম দিন থেকেই থাকবেন ধীরজ সিং। দুদিন আগেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে সই করিয়েছে মোহনবাগান। এবার মরশুম শুরুর আগেই গোলপোস্টের নিচে শক্তি বাড়াল মোহনবাগান।