দিন কয়েক আগেই মোহনবাগান ছেড়ে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন কিয়ান নাসিরি। ৩ বছরের চুক্তিতে তিনি যোগ দিচ্ছেন চেন্নাইয়িন এফসিতে। এর ফাঁকেই বালুকাবেলায় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন কিয়ান।
সাত বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে হাঁটু মুড়ে প্রেমিকা মিহিরাকে বিয়ের প্রস্তাব দিলেন কিয়ান। সম্মতি জানিয়েছেন প্রেমিকাও। আর এই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মিহিরা। ক্যাপশনে ভালবাসার ইমোজি লিখেছেন, ‘easiest yes ever’। অর্থাৎ পৃথিবীর সহজতম 'হ্যাঁ'।
ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট খোলামেলা কিয়ান। সোশাল মিডিয়ায় দীর্ঘদিনের সঙ্গিনী মিহিরা সিংয়ের সঙ্গে প্রায়ই ছবি দেন তিনি। এবার দুরুদুরু বুকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেললেন। ইনস্টাগ্রামে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রেন্ডন হামিল, আশিস রাই, গৌরব বোরার মতো ফুটবলাররা।