১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪। চারবার বিশ্বজয়। ব্রাজিলের (Brazil) পর সর্বাধিক খেতাব। রিও বিশ্বকাপে (Rio World Cup 2014) শেষবার সাফল্য। মাঝে মাত্র একবছর খেতাব হীন। কাতারের স্টেডিয়ামে জিতলে ব্রাজিলের পাঁচবার বিশ্বজয়ের রেকর্ড স্পর্শ করবেন মুলাররা। তবে বিশ্বকাপ জিততে গেলে প্রথম থেকেই ছন্দে থাকতে হবে জার্মানিকে (Germany)।
জার্মানি মানেই ফুটবল কিংবদন্তির ছড়াছড়ি। ব্রাজিল-আর্জেন্টিনার পর যে দেশের সমর্থক বিশ্বজুড়ে ছড়িয়ে, তার নাম জার্মানি। পেলে, মারাদোনার সঙ্গে এক নিঃশ্বাসে আসে গার্ড মুলারের নাম। ৭৪-এ দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ফুটবলবিশ্বের রক্ষণের সংজ্ঞা বদলে দিয়েছেন। জার্মানির হয়ে দাপিয়ে খেলেছেন মিরাস্লাভ ক্লোজে, বালাক, অলিভার খানরাও। ২০১৪ বিশ্বকাপেও জার্মানির হয়ে খেলতে দেখা যায় ক্লোজেকে। সেই ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে দায়বদ্ধ থমাস মুলার,ম্যানুয়েল নুয়েররা। এবার বিশ্বকাপ মিস করবেন দলের অন্যতম ফরোয়ার্ড টিমো ওয়ার্নের। গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপে গ্রুপ ই-তে আছে জার্মানি। এই টিমে আছে স্পেন, কোস্টারিকা, জাপান। নকআউটে উঠতে গেলে প্রথম থেকেই ভাল খেলতে হবে জার্মানিকে।
২০১৪ সালে বিশ্বকাপ জয়। চার বছর পর রাশিয়ার বিশ্বকাপে রাউন্ড ১৬ থেকে বিদায়। ইউরো কাপেও জঘন্য পারফরম্যান্স। এবার কাতারে নিজেদের প্রমাণ করতে মরিয়া জার্মানি। এবারও টিমে নজরে থাকবেন দলের স্ট্রাইকার থমাস মুলার। নজরে থাকবেন বায়ার্ন মিউনিখের তরুণ তুর্কি জামাল মুসিয়ালা ও লুকাস নিমিয়েসা। জুলিয়ান ডেক্সলার, লিওন গোরেস্কা, লেরয় সেনের দিকেও নজর থাকবে এবার।
আরও পড়ুন: চোট পেয়ে অনিশ্চিত পোগবা, টানা দুবার বিশ্বজয়ই লক্ষ্য ফ্রান্সের
জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিউজ জানিয়েছেন, এবার জার্মানির যা দল আছে, তাতে সেমিফাইনালে যাওয়া উচিত। কিন্তু সমস্যা হল, সেমিফাইনালে গেলে, পরের ধাপে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয় ও চ্যাম্পিয়ন হওয়ার চাহিদাও বাড়ে। কিন্তু টিম যদি সেমিফাইনালে যায়, তাহলেই তিনি। ম্যাথিউজ জানান, তার বেশি কিছু হলে স্বপ্নপূরণ হবে তাঁর।