ক্য়ানসার আক্রান্ত জার্মান গোলকিপার ম্য়ানুয়েল নয়্য়ার। বুধবার নিজের সোশাল মিডিয়ায় এই খবর দিয়েছেন ৩৬ বছরের এই তারকা। একইসঙ্গে জানিয়েছেন, তিনি হেরে যাননি। বরং কাতারে জার্মান দূর্গ তিনি সামালাচ্ছেন। নয়্যার জানিয়েছেন, তিনি ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগেই টেনিস তারকা অ্য়াঞ্জেলিক কেরবের সঙ্গে একটি ত্বকের ক্রিমের প্রচার করেছিলেন তিনি। যা তিনি পোস্ট করেছিলেন নিজের ফেসবুক এবং ইনস্ট্রা অ্য়াকাউন্টেও। সেখানেই নয়্যার জানিয়েছেন, তিনি ক্যানসার আক্রান্ত। ইতিমধ্যেই তাঁর তিনবার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। মূলত রোদ থেকেই তিনি কর্কটে আক্রান্ত বলে জানান জার্মান কিংবদন্তি গোলকিপার।
ক্লাব ফুটবলে জার্মান এই গোলকিপারের অভিষেক কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগানের বিরুদ্ধে অলিভার কানের বদলি হিসাবে মাঠে নেমেছিলেন তিনি। সেই শুরু তারপর থেকে টানা বায়ার্ন মিউনিখের নিয়মিত সদস্য। ২০১৪ সালে জার্মানির হয়ে মারাকানায় বিশ্বজয়। নয়্যার গোলকিপার নন, তিনি একজন কমপ্লিট ফুটবলার। কারণ, ওই বছর পরিসংখ্যানে দাবি করা হয় গোটা টুর্নামেন্টে ২২৪টি পাস বাড়িয়েছিলেন নয়্যার। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দেন।
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল মুখে প্লাস্টার অবস্থায়। তখনই অনেকে দাবি করেছিলেন নয়্যার ক্যানসার আক্রান্ত। বুধবার এই দাবিতেই সিলমোহর বসল। বেশ কয়েকদিন ধরেই এই রোগকে নিয়েই বার পোস্টের নিচে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। সহ-খেলোয়াড়রা জানেন না তিনি ক্যানসার আক্রান্ত। নয়্যার আশাবাদী, কাতারেও তিনি মাঠে নামবেন। এবং জার্মানিকে চ্যাম্পিয়ন করিয়েই মাঠ ছাড়বেন।