Manuel Neure Cancer : ক্যানসার আক্রান্ত জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার, খেলছেন কাতার বিশ্বকাপে

Updated : Nov 05, 2022 02:41
|
Editorji News Desk

ক্য়ানসার আক্রান্ত জার্মান গোলকিপার ম্য়ানুয়েল নয়্য়ার। বুধবার নিজের সোশাল মিডিয়ায় এই খবর দিয়েছেন ৩৬ বছরের এই তারকা। একইসঙ্গে জানিয়েছেন, তিনি হেরে যাননি। বরং কাতারে জার্মান দূর্গ তিনি সামালাচ্ছেন। নয়্যার জানিয়েছেন, তিনি ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগেই টেনিস তারকা অ্য়াঞ্জেলিক কেরবের সঙ্গে একটি ত্বকের ক্রিমের প্রচার করেছিলেন তিনি। যা তিনি পোস্ট করেছিলেন নিজের ফেসবুক এবং ইনস্ট্রা অ্য়াকাউন্টেও। সেখানেই নয়্যার জানিয়েছেন, তিনি ক্যানসার আক্রান্ত। ইতিমধ্যেই তাঁর তিনবার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। মূলত রোদ থেকেই তিনি কর্কটে আক্রান্ত বলে জানান জার্মান কিংবদন্তি গোলকিপার। 

ক্লাব ফুটবলে জার্মান এই গোলকিপারের অভিষেক কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগানের বিরুদ্ধে অলিভার কানের বদলি হিসাবে মাঠে নেমেছিলেন তিনি। সেই শুরু তারপর থেকে টানা বায়ার্ন মিউনিখের নিয়মিত সদস্য। ২০১৪ সালে জার্মানির হয়ে মারাকানায় বিশ্বজয়। নয়্যার গোলকিপার নন, তিনি একজন কমপ্লিট ফুটবলার। কারণ, ওই বছর পরিসংখ্যানে দাবি করা হয় গোটা টুর্নামেন্টে ২২৪টি পাস বাড়িয়েছিলেন নয়্যার। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দেন। 

সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল মুখে প্লাস্টার অবস্থায়। তখনই অনেকে দাবি করেছিলেন নয়্যার ক্যানসার আক্রান্ত। বুধবার এই দাবিতেই সিলমোহর বসল। বেশ কয়েকদিন ধরেই এই রোগকে নিয়েই বার পোস্টের নিচে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। সহ-খেলোয়াড়রা জানেন না তিনি ক্যানসার আক্রান্ত। নয়্যার আশাবাদী, কাতারেও তিনি মাঠে নামবেন। এবং জার্মানিকে চ্যাম্পিয়ন করিয়েই মাঠ ছাড়বেন। 

Manuel NeuergoalkeeperBayern MunichQatar World Cup 2022Germany

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও