তাঁর হাত ধরে দু বার ইউরো কাপ খেলছে ওয়েলস। তাঁর হাত ধরেই ৬৪ বছর পর কাতারে গিয়েছিল ইউরোপের ছোট্ট এই দেশ। সেই দেশের নায়ক গ্যারেথ বেল, হঠাৎ করেই সব ধরণের ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিলেন। সোশাল মিডিয়ার পর পর দুটি পোস্ট করে ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন। তাও আবার মাত্র ৩৩ বছর বয়সে। সোমবার নিজের পোস্টে বেল লিখেছেন, অবসরের সিদ্ধান্ত তাঁর কাছে সবচেয়ে কঠিন ছিল। কিন্তু নিতেই হত। কারণ, সবকিছু ঠিক চললেও শরীর তাঁর সঙ্গে চলছিল না। তাই ফুটবল ছেড়ে থাকার সিদ্ধান্ত তাঁকে নিয়ে ফেলতে হল।
মাত্র ১৬ বছর বয়সে ইংলিশ ফুটবল থেকে পেশাদার ফুটবলে অভিষেক। সাউদাম্পটন থেকে শুরু করে দীর্ঘ সময় কাটান টটেনহ্যামে। তারপর ইংল্যান্ড থেকে স্পেনে। ইউরো নেই, বিশ্বকাপ নেই। কিন্তু বেলের ঝুলিতে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের খেতাব। তারপর ২০১৮ সালের ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে তাঁর গোল ম্লান করেছিল রোনাল্ডোকেও। বেল-বেঞ্জেমা এই কম্বিনেশনে নতুন রিয়াল মাদ্রিদকে দেখেছিল লা লিগা। লস অ্যাঞ্জেলেস এফসি থেকে শেষ করলেন নিজের ফুটবল জীবন।
নিজের পোস্টে বেল জানিয়েছেন, গত ১৭ মরশুমে যে ভালবাসা পেয়েছেন, তা নিয়ে আগামী সময়টা কাটিয়ে দেবেন। জানেন না পরের সময়টা কী করবেন, তবে আশা করছেন, জড়িয়ে থাকবেন ফুটবল নিয়ে। কাতারে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গ্যারেথ বেল। সেই ম্যাচ ৩-০ গোলে হেরেছিল ওয়েলস।