কতটা পথ পেরলে তবে কাতার যাওয়া যায়। সত্যি দেশের খেলা দেখা জন্য চার যুবকের কীর্তিকে এখন কুর্নিশ করছে ফুটবল দুনিয়া। কারণ তাঁরা ১০ হাজার কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে দোহা এসেছেন। শুধু তাঁদের দেশের নায়ক মেসির শেষ বিশ্বকাপ দেখার জন্য।
দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করেছিলেন চার আর্জেন্টাইন। প্রায় ১৭৭ দিনের মাথায় তাঁরা বিশ্বকাপ দেখতে এসেছেন। কেমন ছিল এতটা পথ সাইকেল চালানোর অভিজ্ঞতা। এই দলের এক সদস্য মাতিয়েস ভার্সেই জানিয়েছেন, সব ঠিক ছিল। কিন্তু তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সৌদি আরবের মরুভূমি। কারণ, বালিয়াড়ির গরম ছিল অসহ্য। প্রায় ২ হাজার কিলোমিটার রাস্তা তাঁরা পার করেছেন, প্রতিদিন ১৫০ কিলোমিটার করে সাইকেল চালিয়ে। আর এই সময়ে তাঁদের খাওয়া থেকে শোয়া, সবকিছুই ছিল রাস্তায়।
রোমাঞ্চ হয়তো একেই বলে। দোহায় এমনটাই জানিয়েছেন আর এক সাইক্লিস্ট লুকাস। এই অভিজ্ঞতা তাঁর কাছে স্কুল জীবনের মতো। তাঁরা কী কীর্তি করেছেন, তা এখনও বুঝতে পারছেন না লুকাস। শুধু জানিয়েছেন, এটা একটা অভিজ্ঞতা, যা তোলা থাকবে পরবর্তী প্রজন্মকে গল্প করার জন্য।
আর্জেন্টিনা যেখানে এই চার মূর্তি সেখানে। তাই সাইকেল নিয়ে রিও অলিম্পিক দেখেছেন। রাশিয়া বিশ্বকাপ দেখছেন। আর এবার হাজির কাতারে। ২২ নভেম্বর লুসেইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বকাপের অভিযান। মেসিরা খেলবেন সৌদি আরবের বিরুদ্ধে।