কলকাতায় এসেই কাজ শুরু করে দিলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো। রবিবার রাতে শহরে এসেছেন তিনি। তিনদিনের সফরে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। তারমধ্যে সোমবার তিনি শুরু করলেন রাজারহাট থেকে। নিজের নামের একটি অ্যাকাডেমির উদ্বোধন করলেন তিনি। R10 নামের এই অ্যাকাডেমিতে প্রাক্তন তারকাকে দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
কলকাতা সফরে এদিনই তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। উপহার হিসাবে তুলে দেবেন ব্রাজিলের জার্সি। এছাড়াও বিভিন্ন পুজো মণ্ডপে তাঁর যাওয়ার কথা রয়েছে। তারমধ্যে রয়েছে শ্রীভূমিও।
এই সফরে একটি প্রীতি ম্যাচেও মাঠে নামতে দেখা যেতে পারে রোনাল্ডিনহো। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের মাঠেও যেতে পারেন ব্রাজিলের এই তারকা।