ব্রাজিলের ফুটবল আকাশে আরও এক তারার ইন্দ্রপতন। প্রয়াত মারিও জাগালো। বয়স হয়েছিল ৯২ বছর। বিশ্ব ফুটবলে তিনিই ছিলেন প্রথম, যিনি ফুটবলার এবং কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৫৮ সালে তাঁর সঙ্গে একই দলে ছিলেন পেলে। আর ১৯৭০ সালে পেলের বিশ্বজয়ী ব্রাজিলের কোচ ছিলেন মারিও জাগালো।
১৯৯৪ সালে আমেরিকার মাটিতে দুঙ্গার বিশ্বজয়ী ব্রাজিল দলের সহকারি কোচ ছিলেন মারিও জাগালো। ২০০৬ সালে জার্মানির মাটিতে ব্রাজিল ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন তিনি।
ফুটবল থেকে অবসরের পর মাত্র ৩৮ বছর বয়সে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন জাগালো। বিশ্বকাপের ইতিহাসের তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোচ হিসাবে কাপ জিতেছিলেন। তিনি প্রথম যাঁর ঝুলিতে রয়েছে তিনটি জুলেরিমে এবং একটি ফিফা বিশ্বকাপ।
পন্ডিতদের মতে, তেলে সান্তানা উত্তর জাগালোর ব্রাজিলই ছিল সেরা। জাগালো ছিলেন পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ জয়ের শেষ জীবিত ব্যক্তি। তাঁর মৃত্যুতে ব্রাজিল ফুটবলে একটা অধ্যায়ের শেষ হল।