জল্পনা একটা চলছিল। মাঝে সেটা থেমেও গিয়েছিল। কিন্তু শুক্রবার সেই জল্পনার অবসান হয়ে গেল। ইন্ডিয়ান সুপার লিগে (Isl) এটিকে-মোহনবাগান (Atk-Mohun Bagan) জার্সি আর দেখা যাবে না রয় কৃষ্ণাকে (Roy Krishna)। এদিন টুইট করে, কৃষ্ণাকে ছেড়ে দেওয়ার কথা জানাল সবুজ-মেরুন। প্রশ্ন হল এই মরশুমে কোথায় খেলবেন ফিজির এই তারকা ফুটবলার। সূত্রের খবর, প্রস্তাব আছে ইস্টবেঙ্গল (East Bengal Club) থেকে। এছাড়াও ভারতের একাধিক ক্লাব ইতিমধ্যে কৃষ্ণাকে পেতে মরিয়া হয়ে উঠেছে।
তিন বছর আগে ভারতে এসেছিলেন রয় কৃষ্ণা। অস্ট্রেলীয় লিগে তাঁর খেলা চোখে পড়ে তৎকালীন এটিকে কর্তাদের। প্রথমবার এটিকে-কে আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনে কৃষ্ণার ভূমিকা ছিল অতুলনীয়। অনেকেই হোসে ব্যারেটোর (Jose Bareto) সঙ্গে তাঁর তুলনাও টানেন। কিন্তু তিন বছর পর আর এটিকে-মোহনবাগানের ঘরের ছেলে হয়ে থাকতে পারলেন না এই ভারতীয় ফুটবলার।
এই মরশুমে চোট এবং ফর্ম - দু দিক থেকেই কৃষ্ণকে জর্জরিত করে রেখেছিল। গোলমেশিন কার্যত গোল করাই ভুলে গিয়েছিলেন। এরসঙ্গে যোগ হয় হাবাস পরবর্তী সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরেন্দোর সঙ্গে দূরত্ব। সবমিলিয়ে শেষ কয়েকটা দিন এটিকে-মোহনবাগানে খুব একটা সুখকর হয়নি রয়ের জীবন। এই পরিস্থিতিতে সবুজ-মেরুন কর্তাদের দাবি, আগামী মরশুমের দল তৈরিতে আরও এক তারকার খোঁজ পাওয়া গিয়েছে। তিনি যদি এটিকে-মোহনবাগানে সই করেন, তা-হলে সেটা হবে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় চমক।