‘হিউম্যান রাইটস ফর অল’। আপাতনিরীহ এই কয়েকটি শব্দটি ট্রেনিং জার্সিতে রাখার অনুরোধ ছিল ডেনমার্কের। কিন্তু সেই অনুরোধ খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। তাঁদের তরফে টেকনিক্যাল কারণ দেখিয়ে ওই অনুরোধ খারিজ করে দেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
এবারের ফুটবল বিশ্বকাপের দায়িত্ব পেয়েছে কাতার। আর সেই কাতারের বিরুদ্ধে শ্রমিকদের নায্য অধিকার এবং মানবাধিকার লঙ্ঘনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সম্পদের দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধশালী হলেও কাতারে জনসংখ্যা বেশ কম। ফলে বিশ্বকাপ আয়োজনের মতো পরিকাঠামো ছিল না দেশে। এরপরেই বিভিন্ন দেশ থেকে শ্রমিক এনে বিশ্বকাপ আয়োজনের যোগ্য দেশ হিসেবে গড়ে তোলা হয় কাতারকে। সেখানেই শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া লঙ্ঘিত হয়েছে বলে দাবি করে ইউরোপের একাধিক দেশ। উল্লেখ্য, ফিফার তরফে ঘোষণা করা হয়েছে, বিশ্বকাপের আগে রাজনীতি নয়, ফোকাস থাকুক শুধু ফুটবলে।
আরও পড়ুন- Germany Team Announced: বিশ্বকাপের দলঘোষণা জার্মানির, টিমে ফিরলেন ২০১৪ বিশ্বজয়ের নায়ক মারিও গোৎসে
তবে ডেনমার্কের তরফে জ্যাকব জেনসেন বলেছেন, “ট্রেনিং জার্সিতে ‘হিউম্যান রাইটস ফর অল' শব্দটি রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু জার্সিতে তা রাখার নির্দেশ দেয়নি ফিফা।" একে 'হতাশাজনক' আখ্যা দিয়েছেন তিনি।