AIFF : চলতি সপ্তাহে উঠতে পারে ফিফার শাস্তি, দাবি ফেডারেশনের অন্দরে, এএফসি কাপ নিয়ে আশাবাদী সবুজ-মেরুন

Updated : Aug 25, 2022 00:41
|
Editorji News Desk

হঠাৎ-ই পালাবদল ভারতীয় ফুটবলের অন্দরে। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সন্ধ্য়ায় ফেডারেশনের অন্দর থেকেই দাবি উঠল, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই উঠতে চলেছে ফিফার শাস্তির। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ ইতিমধ্য়েই জুরিখে ফিফার দফতরে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সেইসঙ্গে এক নোটে ফিফাকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থার নিয়ম মেনেই আগামী দিনে চলবে ভারতীয় ফুটবল। সেকারণ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই ফেডারেশনের যাবতীয় দায়িত্ব আপাতত ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধরের হাতে। আর ফেডারেশনের অন্দর থেকে ওঠা এই দাবি যদি সত্যি হয়ে থাকে, তা-হলে এএফসি কাপে খেলার বিষয়টি আবার উজ্জ্বল হচ্ছে এটিকে-মোহনবাগানের সামনে। এমনকী, সুনীল ছেত্রীদের ম্য়াচ খেলার উপর থেকেও সংশয়ের মেঘ কাটতে চলেছে। একইসঙ্গে মসৃণ হচ্ছে ভারতের মাটিতে হতে মেয়েদের যুব বিশ্বকাপ আয়োজনের রাস্তাও। 

সোমবার সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। শুধু ফেডারেশনের অন্দর থেকেই নয়, বাগান সচিবের কথাতেও শাস্তি উঠে যাওয়ার ইঙ্গিতই পাওয়া গিয়েছে। তিনি জানিয়েছেন, সোমবারের সুপ্রিম কোর্টের রায়ে অনেকটাই স্বস্তি দেখা গিয়েছে। সম্ভবত তাঁরা এএফসি কাপের ম্যাচ খেলছেন। 

এই সপ্তাহের মধ্যেই ফিফার শাস্তি উঠলে, সেপ্টেম্বর মাসে শেষের দিকে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিরুদ্ধে সুনীল ছেত্রীদের মাঠে নামতে আর কোনও বাধা থাকবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ফিফার দেওয়া দুটি শর্ত মানার কথাই জুরিখকে জানানো হয়েছে। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবলে প্রশাসক পদ খারিজ করা হয়েছে। সেইসঙ্গে সেপ্টেম্বরে নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তাই আশা করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে এই মাসেই ভারতীয় ফুটবলের উপর থেকে শাস্তির খাঁড়া প্রত্যাহার করতে পারে ফিফা। 

afc cupFifaATK Mohun BaganAIFFIndian Football

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও