মুম্বইয়ের পর এবার গোয়া। ইন্ডিয়ান সুপার লিগে পর পর হার হজম মোহনবাগানের। শনিবার যুবভারতীতে বড়দিনের কেক কাটল এফসি গোয়া। তারা জিতল চার-এক গোলে। ম্যাচের প্রথম চারটি গোল হয় প্রথমার্ধে। অতিরিক্ত সময় মিলিয়ে প্রথমার্ধ শেষ হয় ৫৩ মিনিটে।
ঘরের মাঠে জিতলে গোয়াকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল সবুজ-মেরুনের কাছে। কার্ড দেখা তিন ফুটবলারকে ছাড়া প্রায় পূর্ণ শক্তি নিয়ে দল সাজিয়েছিলেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচে ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় গোয়া। বিয়াল্লিশ মিনিটে তারা ২-০ করে। তৃতীয় গোল অতিরিক্ত সময়ে। প্রথমার্ধে শেষে পেত্রাতোসের গোলে ব্যবধান কমায় মোহনবাগান। কিন্তু দ্বিতীয়ার্ধে ফের পেনাল্টি থেকে ম্যাচ চার-এক করে গোয়া।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবল টপার গোয়া। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। স্বস্তি একটাই এই ম্যাচে কোনও লাল কার্ড নেই। দু দলের পাঁচজন হলুদ কার্ড দেখেছেন।