কাতারে বিশ্বকাপ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স (Defending Champion France)। ২০১৪ বিশ্বকাপের পর ফের ফাইনালে আর্জেন্টিনা (Argentina)। লাতিন আমেরিকার ফুটবল নিয়ে একবার তাচ্ছিল্য করেছিলেন কিলিয়ান এমবাপে (Mbappe)। ফাইনালের আগে তা নিয়েই সোশ্যাল মিডিয়া কটাক্ষের শিকার তিনি।
চলতি বছরের ঘটনা। গত মে মাস বিশ্বকাপ নিয়ে কিলিয়ান এমবাপে একটি সাক্ষাৎকার দেন। টিএনটি স্পোর্টস ব্রাজিলকে তিনি জানান, "বিশ্বকাপে ওঠার মতো ভাল পারফরম্যান্স নয় আর্জেন্টিনার। লাতিন আমেরিকার ফুটবল ইউরোপের মতো আধুনিক নয়।" এবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে এমবাপের সেই মন্তব্যকে নিয়েই শুরু হয়েছে নতুন করে চর্চা।
আরও পড়ুন: ফাইনালে কীভাবে আটকানো হবে মেসিকে, চিন্তায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স
পরপর দুবার বিশ্বকাপ ফাইনালে উঠে আত্মবিশ্বাসী এমবাপে। কিন্তু তুখোড় ফর্মে আছেন ক্লাবের সতীর্থ ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ইতিমধ্যেই স্নায়ুর লড়াই শুরু হয়ে গিয়েছে। এমবাপের মন্তব্যকে নিয়েও নতুন করে কটাক্ষ করছেন নেটিজেনরা।