ইপিএলে আটকে গেলেও, চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। দু গোলে পিছিয়ে পড়েও তিন-দুই গোলে ইংলিশ এই ক্লাব হারাল আরবি লাইপজিগকে। এই ম্যাচে জয়ের নায়ক ফিল ফোডেন।
১৩ এবং ৩৩ মিনিটে লোইস ওপেন্ডার জোড়া গোলে ঘরের মাঠে পিছিয়ে পড়েছিল সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে তারা। ফোডেন প্রথমে ৫৪ মিনিটে আর্লিং হালান্ডকে দিয়ে গোল করান। এর পর ৭০ মিনিটে নিজে গোল করেন। শেষ দিকে ফোডেনের পাস থেকে জয়সূচক গোল ইউলিয়ান আলভারেসের।
বার্সেলোনা ঘরের মাঠে নেমেছিল পোর্তোর বিরুদ্ধে। ৩০ মিনিটে পোর্তোকে এগিয়ে দেন পেপে। দু মিনিট পরেই অবশ্য সমতা ফেরায় হোয়াও ফেলিক্সের। ঘরের মাঠে অল্পের জন্যে হার বাঁচিয়েছে প্যারি সাঁজা।