England in FIFA World Cup 2022: ৫৬ বছরের অপেক্ষা, কাতারে লক্ষ্য অধরা খেতাব জয়, আত্মবিশ্বাসী ইংল্যান্ড

Updated : Nov 09, 2022 13:14
|
Editorji News Desk

কাতার বিশ্বকাপ কি নতুন চ্যাম্পিয়ন এনে দিতে পারে! নভেম্বর বিশ্বকাপের জন্য একেবারেই সঠিক সময় নয়। কিন্তু কাতারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই শীতকালে এবার বিশ্বকাপের আসর। সেই কাতারে ইংল্যান্ডের বিশ্বজয়ের স্বপ্ন একেবারেই অলীক নয়। 

কোভিডের জন্য এক বছর পিছিয়ে গিয়েছিল ইউরো কাপ। সেই ইউরো কাপে বাঘা বাঘা টিমকে টেক্কা দিয়েছে ইংল্যান্ড। ফাইনালে পেনাল্টি শুটআউটে হারতে হয় ইংল্যান্ডকে। কিন্তু ইউরো কাপে দারুণ ছন্দে ছিল টিম। সেই ফর্ম যদি বিশ্বকাপে ধরে রাখতে পারে ইংল্যান্ড, তাহলেই অনেক। বিশ্বকাপ যদিও অন্য লড়াই। এবার বিশ্বকাপে গ্রুপ বি-তে ইংল্যান্ডের সঙ্গে আছে ইরান, আমেরিকা ও ওয়েলস। ২১ নভেম্বর ইরানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। 

এবার ইংল্যান্ড টিম অনেক দলের থেকেই অনেক বেশি শক্তিশালী। টিমে আছেন ডিফেন্ডার এরিক দিয়ের, ফিকায়ো তোমারির মতো ফুটবলার। নজরে থাকবেন মিডফিল্ডার ডেকলান রাইস, জিউড বেলিংহামরা। টিমের আক্রমণে আছেন মাসন মাউন্ট, রাহিম স্টার্লিং, হ্যারি কেনের মতো তারকা ফুটবলার।  

আরও পড়ুন: চারবার বিশ্বজয়, কাতারে পঞ্চমে পা রাখার স্বপ্ন দেখছেন মুলাররা

১৯৬৬ সালে প্রথম ও শেষ। বিশ্বকাপের ইতিহাসে একবারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রিটিশরা। বিশ্বকাপজয়ী অধিনায়ক ববি মুর। ববি চার্লটন, জর্জ বেস্ট, গ্যারি লিনেকার, ওয়েন রুনি, ডেভিড বেকহ্যাম থেকে বর্তমান প্রজন্মের হ্যারি কেন। এখনও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি ইংল্যান্ড। এবার কাতারে সেই বিশ্বজয়ের অধরা স্বাদই পূর্ণ করতে লড়াইয়ে নামবে টিম ইংল্যান্ড।

Qatar 2022Qatar World Cup 2022EnglandFifa world cup 2022England in FIFA World Cup

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও