সপ্তমীর সন্ধ্যায় বিশ্ব ফুটবলে শোকের ছায়া। প্রয়াত ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ী ফুটবল অধিনায়ক ববি চার্লটন। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর পরিবার সূত্রে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডও কিংবদন্তির প্রয়াণে শোক প্রকাশ করেছে।
১৯৬৬ সালে ফুটবলে একবারই বিশ্ব জয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। আর সেই জয়ে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন চার্লটন। ক্লাব কেরিয়ারের বেশির ভাগ সময়টা তিনি কাটিয়ে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই ক্লাবের হয়ে ৭৫৮টি ম্যাচ খেলেছিলেন তিনি। গোল করেছিলেন ২৪৯টি। পরবর্তী সময়ে এই রেকর্ড ভেঙেছিলেন ওয়েন রুনি।
১৯৫৮ সালে এক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আট ম্যান ইউ ফুটবলার। সেই ঘটনায় প্রাণে বেঁচেছিলেন চার্লটন। ১৯৬৬ সালকে বাদ দিলে ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ খেলেছিলেন তিনি। ১৯৯৪ সালে তাঁকে নাইট উপাধি দেওয়া হয়।