বাংলায় শুভেচ্ছা জানালেন এমিলিয়ানো মার্টিনেজ়। জুলাইয়ে ভারতে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার। তার আগে বাংলা লিখে কলকাতা ও বাংলাদেশের সমর্থকদের মন জিতলেন এমি।
৩-৫ জুলাই কলকাতা ও বাংলাদেশ সফরে আসবেন মার্টিনেজ। সোশ্যাল মিডিয়ায় মার্টিনেজ লেখেন, ভারতীয় উপমহাদেশে তিনি প্রথমবার আসছেন। ৩-৫ জুলাই থাকবেন। ফুটবলের প্রচার করবেন। কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের দেখাও করবেন বলে জানান তিনি। অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তকেও ধন্যবাদ জানান তিনি। এরপরই বাংলায় লেখেন, "আমি তোমাদের ভালোবাসি।"
কলকাতায় আসার পর মোহনবাগানেই রয়েছে মার্টিনেজের কর্মসূচি। দুপুর বা বিকেলে তিনি সবুজ-মেরুন তাঁবুতে যাবেন। ১০জনকে আজীবন সদস্যপদ দেবেন তিনি। মোহনবাগান ক্লাবে পেলে, দিয়েগো মারাদোনা, গ্যারি সোবার্সের নামে যে গেট আছে, তা উদ্বোধন করবেন। মোহনবাগান মাঠে ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ হবে। সেই ম্যাচ দেখবেন মার্টিনেজ।