Lionel Messi : ফাইনালে নামার আগে অনুশীলন করলেন না মেসি, লিও-র চোট নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার গোলরক্ষক

Updated : Dec 19, 2022 10:41
|
Editorji News Desk

বিশ্বকাপ ফাইনাল । তাও আবার লিও-র (Lionel messi) শেষ বিশ্বকাপ ম্যাচ । লিয়োনেল মেসি বনাম কিলিয়ান এমবাপের লড়াই দেখতে উদগ্রীব বিশ্বের ফুটবল প্রেমীরা । কিন্তু, এদিকে,চোটের কারণে ফাইনালে ম্যাচে (Fifa World Cup 2022) মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ।  ফাইনালের আগে আর্জেন্টিনার অনুশীলনে দেখা গেল না লিও-কে । যা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয় । মেসির চোট কতটা, গুরুতর, আদৌ কি তিনি ফাইনাল ম্যাচ খেলতে পারবেন ? প্রশ্ন উঠছে । 

ক্রোয়েশিয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি । এমনই দাবি করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে । এই বিষয়ে দলের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি । এদিকে, শুক্রবার শুধু মেসি নয়, আর্জেন্টিনার অনেক খেলোয়াড়কেই অনুশীলনে দেখা যায়নি ।  তাঁরা জিম করেছেন বলে খবর । পাশাপাশি মেসির চোট নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ । তিনি জানিয়েছেন মেসির কোনও চোট নেই । শারীরিক ভাবে খুব ভাল জায়গায় রয়েছে লিও ।

আরও পড়ুন, Lionel Messi : মেসি জার্সি সোল্ড আউট ! চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমশিম খাচ্ছে অ্যাডিডাস
 

এদিকে, ফাইনাল ম্যাচের আগে দেদার হারে বিক্রি হচ্ছে লিও-র ১০ নম্বর লেখা নীল-সাদা জার্সি । এমনকী, চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমশিম খাচ্ছে জার্সি প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস । ইতিমধ্যেই নাকি সোল্ড আউট এলএম টেন জার্সি । জানা গিয়েছে, ,মেসির জার্সির চাহিদা বুয়েন্স আয়ার্স থেকে মুম্বই, কলকাতা...বিশ্বের সর্বত্র । অ্যাডিডাস মেসির ১০ নম্বর ও নামাঙ্কিত যত জার্সি তৈরি করেছে, তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে । অর্ডার দিতে গেলেই দেখাচ্ছে সোল্ড আউট । লার্জ, মিডিয়াম, স্মল...সব সাইজের জার্সি আউট অফ স্টক । 

ArgentinaLionel messiEmiliano Martínez

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও