সোমবার কলকাতায় আসতে চলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে মার্তিনেজের সফরসূচি।
জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন মার্তিনেজ। ওই দিন কোনও অনুষ্ঠান রাখেননি তিনি। সন্ধের পুরো সময়টাই কাটাবেন হোটেলে।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মিলনমেলা প্রাঙ্গনে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এবং তারপর মোহনবাগান তাবুতে যাবেন মেসিদের দলের গোলরক্ষক। সেখানে মার্তিনেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। মোহনবাগান রত্ন স্মারকও তুলে দেওয়া হবে তাঁকে।
বুধবারও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সকাল ১১টা ৪৫ নাগাদ সন্তোষ মিত্র স্কয়্যারে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে মার্তিনেজকে। এরপর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র ও সাব জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি। ওইদিনই সুজিত বোসের ক্লাব শ্রীভূমি এবং রিষড়ার যাওয়ার কথা তাঁর। দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।