কলকাতায় মারাদোনাকে শ্রদ্ধা জানাবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বুধবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মারাদোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন আর্জেন্টাইন এই গোলকিপার। সোমবারই বাংলাদেশ হয়ে কলকাতা এসেছেন মার্টিনেজ। বুধবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হয়ে মার্টিনেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। তাঁর হাতে তুলে দেওয়া হবে সোনার দস্তানা। কাতার বিশ্বকাপে সেরা গোলকিপার হিসাবে গ্লোডেন গ্লাভস জিতেছেন মার্টিনেজ।
এদিন কলকাতা বিমানবন্দরে মার্টিনেজকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্তা সুজিত বসু। তিনি জানিয়েছেন, মার্টিনেজের জন্য বুধবার বিশেষ ভাবে সেজে উঠবে শ্রীভূমি। ক্লাবে যোগ দিয়ে প্রথমে মারাদোনার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিশ্বজয়ী গোলকিপার। তারপর যোগ দেবেন ক্লাবের মাঠে এক পেনাল্টি শুটআউটে। এই অনুষ্ঠানেই মার্টিনেজের হাতে তুলে দেওয়া হবে সোনার দস্তানা।
মঙ্গলবার থেকে শহরে শুরু হচ্ছে মার্টিনেজের সফর। সকালে তিনি যোগ দেবেন মিলন মেলার এক অনুষ্ঠানে। তারপর যাবেন মোহনবাগান ক্লাবে। সেখানে মারাদোনার নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন তিনি। দেখবেন মোহনবাগান অল স্টারর্সের ম্যাচ। এই ম্যাচের জন্য ইতিমধ্যে ফুটবলারদের নাম ঘোষণা করা হয়েছে।