শিক্ষা সবার জন্য। বিশ্ব ফুটবলের মঞ্চ থেকে বার্তা লিওনেল মেসির। শনিবার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল আর্জেন্টিনা। আর্জেন্টাইন অধিনায়কের আর্ম ব্যান্ডেই ভেসে উঠল সেই বার্তা। ম্য়াচ শেষের পর এখন যা আলোচনা কেন্দ্রের। কারণ, এই বিশ্বকাপের আগে লিও মেসিকেই তাদের ব্র্যান্ড অ্য়াম্বসডর করছে শিশু শিক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা বাইজুস। সেই বার্তাই বিশ্বকাপের মঞ্চে তুলে ধরেন মেসি। এর আগে ইউনিসেফের হয়ে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন বার্সিলোনার জার্সি স্পনসর ছিল ইউনিসেফ। অনেকেই বলেন শিশুদের নিয়ে সব সময় কাজ করতে ভালবাসেন মেসি। যা কোনও ব্য়তিক্রম হল না বিশ্বকাপের মঞ্চেও। ম্য়াচে মাঠে যখন মেসি, গ্যালারিতে তখন তাঁর পরিবার। মেসির গোলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। যা উপভোগ করলেন অ্য়ান্তলিনা আর তিন মেসি পুত্র।
বিশ্ব মানচিত্রে শিক্ষার দিক থেকে আর্জেন্টিনা অনেকটা ভারতের কেরলের মতো। খুঁজলেও নিরক্ষর পাওয়া নাকি মুশকিল। পরিসংখ্য়ানও তাই দাবি করছে। প্রতি ১০০ জনের মধ্যে স্বাক্ষর সাড়ে নিরানব্বই জন। তবে এই দেশের মেসির কিন্তু শৈশব স্কুলের থেকে বেশি কেটেছে ফুটবল মাঠেই। মাত্র সাত বছর বয়সে চলে আসা স্পেন। আর তারপর থেকে যৌবন প্রেম বলতে বার্সিলোনা। তবে শিশুদের পাশে দাঁড়াতে তাঁর কোনও না নেই। যা এই শহর কলকাতাও সাক্ষী থেকেছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে এই কলকাতায় এসে সময় কাটিয়েছেন ছোটদের সঙ্গে।
বাইজুস ইতিমধ্যেই জানিয়েছে, তাদের ব্র্যান্ড অ্য়াম্বাসডরকে এই বিশ্বকাপে তারা সবরকম ভাবেই ব্যবহার করতে চায়। মেসির আর্ম ব্যান্ডে লেখা শিক্ষা সবার জন্য, এটা তারই অঙ্গ।