যুবভারতীতে পাঁচতাড়া ইস্টবেঙ্গল। সোমবার ISL এর ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে তারা হারাল ৫-০ গোলে। ISL এর ইতিহাসে এটাই ইস্টবেঙ্গলের সবথেকে বড় জয়। যুবভারতীতে দুটি করে গোল করে নায়ক ক্লেটান শিল্ভা ও নন্দকুমার এই জয়ের ফলে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সাত নম্বরে ইস্টবেঙ্গল।
এই ম্যাচের আগে পর্যন্ত হারের সরণিতেই দাঁড়িয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু সোমবারের এই ম্যাচ কার্যত বদলে দিল লাল হলুদের স্প্যনিস কোচ কার্লোস কুয়দ্রাতের ভাগ্য। ম্যাচের ১৪ মিনিটে বোরহার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৪ মিনিটে ডাবল করেন ক্লেটান সিলভা। প্রথম ৪৫ মিনিটে ম্যাচের ফল ছিল ২-০। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল প্রথম গোল পায় ৬২ মিনিটে। গোল করেন নন্দকুমার। চার মিনিট পর লাল হলুদের হয়ে ৪-০ করেন সেই ক্লেটান। ৮১ মিনিটে নন্দকুমারের পায়ে ISL প্রথম পাঁচতারা হল ইস্টবেঙ্গল।