টানা ৭ ম্যাচে জয় পায়নি দল। লিগ টেবিলের নিচে থাকা এসসি ইস্টবেঙ্গল(SC East Bengal) বৃহস্পতিবার নেমেছিল হায়দরাবাদ এফসির(Hydrabad FC) বিরুদ্ধে। তালিকায় তৃতীয় স্থানে থাকা হায়দ্রাবাদ(Hydrabad FC) আইএসএল(ISL) ২০২১ মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে। তবে ম্যাচের শুরুতেই আশা জাগিয়েও ফের হতাশ করল লাল-হলুদ শিবির। এ নিয়ে আইএসএল(ISL) ২০২১ মরসুমে টানা ৮ ম্যাচে জয় পেল না লাল-হলুদ শিবির।
ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন আমির দেরভিসেভিচ। কিন্তু রক্ষণের ভুলে ম্যাচের ৩৪ মিনিটে মাথাতেই গোল খেয়ে বসে এসসি ইস্টবেঙ্গল(SC East Bengal)। চাপ বজায় রাখলেও ম্যাচের প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ শিবির।
আরও পড়ুন- IPL: আইপিএলের মেগা নিলাম হতে পারে আগামী বছরের ৭ ও ৮ ফেব্রুয়ারি
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হতেই দু'দলই গোলের সন্ধানে ঝাঁপায়। কিন্তু কোনওভাবেই কাঙ্খিত গোল আসেনি হায়দ্রাবাদ(Hydrabad FC) বা ইস্টবেঙ্গল(SC East Bengal) শিবিরে। এ নিয়ে টানা ৮ ম্যাচে ইস্টবেঙ্গল জয়ের মুখ দেখেনি। তাহলে কি এটাই ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়াল দিয়াসের কাছে শেষ ম্যাচ? প্রশ্নটা কিন্তু উঠেই গেল।