ত্রাতা সেই নন্দ। যুবভারতীতে তাঁর গোলেই ইন্ডিয়ান সুপার লিগে ফের জয়ে ফিরল ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ৬৫ মিনিটে গোল করেন নন্দকুমার। এই জয়ের ফলে নয় নম্বর থেকে আট নম্বরে উঠল ইস্টবেঙ্গল। এই ম্যাচ হেরে আট নম্বর থেকে ১০ নম্বরে নেমে গেল চেন্নাই। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।
এই ম্যাচ খেলতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত অভিযোগ করেছিলেন, তিনি এখন দুঃস্বপ্নে ভারতীয় রেফারিদের দেখতে পান। কিন্তু গোটা নব্বই মিনিট পর ইস্টবেঙ্গল কোচের নতুন করে দুঃস্বপ্ন হতে পারে তাঁর দলের ডিফেন্স। কারণ, প্রথম ৪৫ মিনিটে লাল-হলুদ দূর্গের ফাটল স্পষ্ট হয়।
১৬ ম্যাচে ১৮ পয়েন্ট ইস্টবেঙ্গলের। এখান থেকে প্লে-অফের আশা এখনও দেখছেন কুয়াদ্রাত। তবে সামনে অনেক কঠিন প্রতিপক্ষ। যার মধ্যে রয়েছে ওডিশা, গোয়া, মোহনবাগানের মতো তাবড় প্রতিপক্ষরা। ১০ এপ্রিল লিগের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে পঞ্জাবের বিরুদ্ধে। তার আগেই অবশ্য সবকিছু স্পষ্ট হয়ে যেতে পারে।