বিরল হলেও বাস্তব। সপ্তমীর বিকেলে ফুটবল খেলতে নামছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে শেষ কবে এই ঘটনা ঘটেছিল, তা পরিসংখ্যান ঘেঁটেও খুঁজে পাচ্ছেন না প্রাক্তনরা। তবে যাইহোক, আজ, শনিবার আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের এই ম্যাচে তিন পয়েন্টই লক্ষ্য লাল-হলুদের স্প্যানিশ কোচের। কারণ, পয়েন্ট তালিকায় সাত নম্বরে ইস্টবেঙ্গলে। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার। এরমধ্যে একটি ম্যাচে জয় ও একটি ম্যাচে হার লাল-হলুদের। লিগের শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে এদিন মাঠে নামবেন ক্লেটন সিলভারা।
উল্টোদিকে লিগ তালিকায় দুই নম্বরে গোয়ার দল। যদিও তারা ইস্টবেঙ্গলের থেকে একটি ম্যাচ কম খেলেছে। দু ম্যাচে তাদের পয়েন্ট ছয়। এবার গোয়া কার্যত নতুন দল। তাই চাপ থাকবে ইস্টবেঙ্গলের উপরেই।