দাদা, একটা টিকিট হবে! ভারী বৃষ্টিতেও শহর ভাসলেও, ময়দানের তাবুতে কান পাতলে শোনা যাচ্ছে আর্তি। হবে নাই বা কেন! প্রায় ৩ বছর পর যুবভারতীতে আজ বাঙালির বড় ম্যাচ। আর তাতেই খুশি বাংলার ফুটবলপ্রেমীরা। বৃষ্টি মাথায় নিয়ে যুবভারতী ভরাতে তৈরি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা।
শনিবার সকালে প্র্যাকটিস সেরেছেন কোচ হুয়ান ফেরান্দো। ডার্বিতে মোহনবাগানের প্রথম একাদশ কী হবে, জানা যায়নি কিছুই। মনে করা হচ্ছে, গত ম্যাচে ড্র করলেও সেই টিমকেই নামাবেন ফেরান্দো। এদিকে শনিবার বৃষ্টিতে অনুশীলন ভেস্তে গিয়েছে ইস্টবেঙ্গলের। কিন্তু তাতে নিজেদের একটুও পিছিয়ে রাখতে রাজি নন লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তবে প্রতিপক্ষ মোহনবাগানকে সমীহ করছেন তিনি। কনস্ট্যানটাইন বলেন, "ডার্বি বড় ম্যাচ। বাংলায় এর গুরুত্ব অনেক বেশি। রবিবার ডার্বি আমাদের কঠিন ম্যাচ হতে পারে। ভারতীয় ফুটবলে দারুণ সফল ওদের কোচ। বিদেশির পাশাপাশি ভারতীয় ফুটবলারও আছে টিমে। আমরা এখনও টিম গুছিয়ে উঠতে পারিনি। তবে প্রত্যেক ম্যাচে ভাল পারফর্ম করার চেষ্টা করব।"
আরও পড়ুন: ৩ বছর পর কলকাতায় বড় ম্যাচ, বৃষ্টিতে ভেস্তে গেল ইস্টবেঙ্গলের অনুশীলন
এদিকে ডার্বি নিয়ে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে কড়া নিরাপত্তা মোতায়েন করেছে বিধাননগর পুলিশ। সন্ধে ৬টা থেকে ম্যাচ। তার আগে জারি করা হয়েছে কিছু নিরাপত্তা। মাঠে ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে। মাঠে সিগারেট, দেশলাই, জলের বোতল, বাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে দর্শকদের মাস্ক পরে আসার নির্দেশিকাও জারি করা হয়েছে।