সপ্তমীর বিকেলে ফুটবল। সৌজন্যে আইএসএল। তবে কলকাতায় নয়, ম্যাচ হবে ভুবনেশ্বরে। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। কলকাতা ছাড়ার আগে, ভারতীয় ফুটবলের অপেশাদারিত্ব নিয়ে ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রার্ত।
তাঁর অভিযোগ, এই ম্যাচ কলিঙ্গ স্টেডিয়ামে না হলে ইস্টবেঙ্গলকে ছ দিনে তিনটি ম্যাচ খেলতে হত। মূলত তাঁর উদ্যোগেই এই ম্যাচ ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেছেন ইস্টবেঙ্গল কোচ। তাঁর অভিযোগ, আইএসএলে ইস্টবেঙ্গলকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। এই অভিযোগে তাঁর নিশানায় ভারতীয় রেফারিরা।
কোনও রাখঢাক না করেই কুয়াদ্রার্তের দাবি, বেশ কিছু ম্যাচে ইস্টবেঙ্গলকে পিছিয়ে পড়তে হয়েছে রেফারিংয়ের জন্যই। তাই কলিঙ্গ স্টেডিয়ামে এফসি গোয়া ম্যাচেও সতর্ক তিনি। শিলিগুড়ি ও ভুবনেশ্বর, ইস্টবেঙ্গলকে এই দুটি মাঠের কথা বলা হয়েছিল। কিন্তু পুজোর জন্য শিলিগুড়িতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আগেই জানায় প্রশাসন। তাই ভুবনেশ্বরে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।