গত ম্যাচে পাহাড়কে সমতলে নামিয়ে এনেছিল লাল-হলুদ। তাদের ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতে মাঠ ছেড়েছিল ইস্টবেঙ্গল। আজ, শনিবার যুবভারতীতে প্রতিপক্ষ পঞ্জাব এফসি। লিগ তালিকার ১১ নম্বরে থাকা এই দলকে নিয়েও সতর্ক ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রার্ত।
নর্থইস্ট ইউনাইটেডকে পাঁচ গোলে হারানোর পরেও কার্লোস জানিয়েছেন, পঞ্জাবকে নিয়ে তাঁর নতুন ভাবনা রয়েছে। কারণ, শেষ ম্যাচের সঙ্গে আজকের এই ম্যাচকে তিনি এক জায়গায় রাখতে চান না। কারণ, পঞ্জাবও পাল্টা ছোবল পারতে পারে বলে মনে করছেন লাল-হলুদ কোচ।
তাই, দলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন। তবে খারাপ খবর হরমনজ্যোৎ খাবরার না থাকা। যা ধাক্কা বলেই মনে করছেন কুয়াদ্রার্ত। লাল-হলুদ সমর্থকরা কিন্তু তাকিয়ে রয়েছেন ক্লেন্টন আর নন্দর পায়ের দিকে। গত ম্যাচে তাঁদের জোড়া গোলেই পাঁচ গোলে জিতে যুবভারতীতে ফাইভস্টার হয়েছিল ইস্টবেঙ্গল।