ডার্বি (Kolkata Derby)। একটি শব্দেই জেগে ওঠে বাঙালি। ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। নাম শুনলেই গরম হয় রক্ত। ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup Final 2023) ১৯ বছর পর দুই প্রধান। রবিবারের বারবেলা থেকেই যুবভারতীর বাইরে ভিড় জমতে শুরু করেছে। পতাকা, গালে রঙ, আর ফুটবল আবেগ। ম্যাচ শুরুর ঘন্টা খানেক আগেই দল ঘোষণা করে দিল দুই ক্লাবই।
ইলিশ-চিংড়ির লড়াই, ঘটি বাঙালের লড়াই। লাল-হলুদ ও সবুজ-মেরুনের স্লোগানে স্লোগানে উত্তাল হয় সল্টলেক চত্বর। রবিবারও বাইক, ট্যাক্সি, ম্যাটাডোর, পতাকা, স্লোগানে সেই একই দৃশ্য ধরা পড়ল যুবভারতীতে। কারও হাতে লাল-হলুদ মশাল, কারও হাতে নৌকো আর চিংড়ি। সঙ্গে যোগ হয়েছে পেল্লায় আকারের টিফো।
আরও পড়ুন: আজ মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল! ডার্বির টিকিট মিলবে বিকেল ৩ টে পর্যন্ত
অনেক বছর পর বড় টুর্নামেন্টের আগে জমেছে আবেগ। এদিন ইস্টবেঙ্গল টিমে গোলকিপার প্রভুসুখান গিল। অধিনায়ক খাবরা, এলসি, লালচুঙওয়া, মান্দার রাও দেশাই, বোরজা হেরেরা, মহম্মদ রাকিব, নন্দকুমার শেখর, সাউল ক্রেসপো, নারোয়েম মহেশ সিং। মোহনবাগানও দল ঘোষণা করে দিয়েছে। সেই দলে গোলকিপার বিশাল কাইথ। আনোয়ার আলি, হেক্টর ইউস্তে,শুভাশিস বোস, আশিস রায়, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ান, দিমিত্রি পেত্রাতোস, হুগো বুমো ও আর্মান্দো সাদিকু। জেসন কামিংসে সাবস্টিটিউটে রাখা হয়েছে।