ফের ডার্বির সময় বদল। প্রায় ৩০ মিনিট এগিয়ে এল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচের সময়। ১০ মার্চ রাত ৯ টার পরিবর্তে রাত সাড়ে আটটার সময় যুবভারতীতে শুরু হবে ডার্বির এই ফিরতি ম্যাচ। মঙ্গলবার সরকারি ভাবে এই কথা ঘোষণা করল এফএসডিএল।
১০ মার্চ ডার্বির দিনক্ষণ ঠিক করা হয়েছিল। কিন্তু সেই দিন ব্রিগেডে তৃণমূলের সভা রয়েছে। যে কারণে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছিল বিধাননগর পুলিশ। ফলে ডার্বির দিন বদলের সম্ভাবনা তৈরি হয়।
আরও পড়ুন - ভারতীয় দলে কেকেআর ফিনিশারের জায়গা পাকা, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফটোশুটে রিঙ্কু
শেষ পর্যন্ত দিনক্ষণ বদল করা হয় না। বরং সন্ধ্যে সাড়ে ৭টার বদলে ম্যাচ রাত ৯টায় শুরু করার পরিকল্পনা করা হয়। কিন্তু সম্প্রচারকারী সংস্থা স্লট দিতে পারে না। ফলে শেষ পর্যন্ত রাত ন'টার বদলে সাড়ে ৮ টায় কিক অফের সিদ্ধান্ত নেওয়া হয়।