আইএসএলে শনিবার নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। আইএসএলের পয়েন্ট তালিকায় ১১ নম্বরে আছে লাল-হলুদ শিবির। প্লে-অফে পৌঁছতে গেলে ছয় নম্বরে উঠতে হবে।
মাঠে নামার আগে একাধিক সমস্যায় লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। চোট পাওয়ায় লুকাস পার্দোর মরশুমই শেষ হয়ে গিয়েছে। পরিবর্তে সার্বিয়ান ডিফেন্ডারকে নিয়েছে টিম। কিন্তু তিনি কবে আসবেন, তার এখনও নিশ্চয়তা নেই। বর্তমানে ১৩ ম্যাচে এই ১২ পয়েন্ট লাল-হলুদের। জামশেদপুর ১৬ ম্যাচ খেলে ফেলেছে। ইস্টবেঙ্গল কম ম্যাচ খেলায় এখনও খাতায়-কলমে সুযোগ আছে তাঁদের। তবে মাঠে নেমে পারফর্ম করতে হবে।
এখনও ৯টি ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। জামশেদপুর, ওড়িশা, এফসি গোয়া, কেরল ব্লাস্টার্স ও মোহনবাগানের মতো দলের সঙ্গে ম্যাচ রয়েছে। প্রথম ছয়ে থাকা এই দলগুলিকে হারালে প্লে-অফের সুযোগ থাকবে লাল-হলুদের।